সংঘাতপূর্ণ ইথিওপিয়ার অঞ্চলে আটকে পড়া বাংলাদেশিরা আদ্দিস আবাবার পথে

সংঘাতপূর্ণ ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় তিগ্রাই অঞ্চলে ১০ দিন ধরে আবরুদ্ধ থাকা শতাধিক বাংলাদেশি নিরাপদে রাজধানী আদ্দিস আবাবার পথ ধরেছেন।
শনিবার ইথিওপিয়ায় বাংলাদেশ মিশন ও জাতিসংঘ মিশনের একটি কনভয়ের সঙ্গে যুক্ত হয়ে তারা অবরুদ্ধ তিগ্রাই অঞ্চল ত্যাগ করেছেন বলে ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান।
‘হর্ন অব আফ্রিকার’ ওই অঞ্চলে দুই বছর আগে একটি রপ্তানিমুখী পোশাক কারখানা স্থাপন করে বাংলাদেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিবিএল। কারখানার প্রায় দুই হাজার কর্মীর মধ্যে অন্তত ১০৪ জন বাংলাদেশি।
গার্ডিয়ান, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তিগ্রাই অঞ্চলের আঞ্চলিক বিদ্রোহী দল তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর একটি সেনাক্যাম্পে হামলা চালালে সংঘাতের সূচনা হয়। সেখানে যে কোনো মুহূর্তে নতুন করে সংঘাত বাঁধতে পারে। যুদ্ধ পরিস্থিতির কারণে ইতোমধ্যেই টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার জানান, ডিবিএল ইন্ডাস্ট্রিজ পিএলসি’র কারখানা চত্বরে বোমা ফেলা হয়েছে এবং ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য শ্রমিকদের সহায়তার প্রয়োজন।
ওই কারখানায় বাংলাদেশি ও ইথিওপিয়ানসহ প্রায় দুই হাজার শ্রমিক কাজ করতেন। ইথিওপিয়ান শ্রমিকেরা নিজ নিজ আবাসস্থল থেকে কারখানায় এসে কাজ করলেও বাংলাদেশিরা ছিলেন ওই কারখানার কম্পাউন্ডের ভেতরেই। সংঘাত শুরুর পর তাদেরকে পাশে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ডিবিএল কর্তৃপক্ষ।
ইথিওপিয়ায় বাংলাদেশ মিশনে নিযুক্ত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম জানিয়েছেন, দূতাবাস পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন, আটকা পড়া শ্রমিকদের সরিয়ে নেওয়ার জন্য আমরা ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। প্রাথমিকভাবে আমরা তাদের নিরাপদ অঞ্চলে স্থানান্তরের চেষ্টা করছি।